উগান্ডার এক ব্যাক্তিকে খৈনি খাওয়া শিখিয়ে দিলেন এক ভারতীয় যুবক।
![]() |
ছবি - টেক বাজি |
- আরও পড়ুন - এই গরমের হাত থেকে বাঁচতে কি করবেন
টুইটারে এক ব্যক্তি একটি ছবি পোস্ট করেন এক ভারতীয় যুবকের সাথে। ওই উগান্ডার ব্যাক্তির নাম "TheycallmeAgaba", ব্যাক্তি টি লিখেছেন:
"তিন মাস আমি এক ভারতীয় লোকের সাথে কাজ করেছি। তিনি আমাকে শিখিয়েছে কিভাবে "চুনের সাথে খৈনি মেখে খেতে হয়, ইট ওয়াজ ড্যামন কুল (it was damn cool)। এই মানুষটি আমার ভীষন পছন্দের। সে আমার কাছে আমার ভাইয়ের মতো।
ছবিটিতে দেখা যাচ্ছে এক ভারতীয় যুবকের সঙ্গে এক উগান্ডায় ব্যক্তি বসে আছেন। এই সেই দুই জন ব্যক্তি। যারা একে অপরের বন্ধু হয়ে গেছে খৈনি খাওয়ার মাধ্যমে।
আমরা ভারতীয়রা সর্বদাই আবেগী হই। এই ব্যাক্তিটি খৈনি খাওয়া শিখে সেটা আবারও প্রমাণ করে দিলেন। এখানেই শেষ নয়, ব্যাক্তিটি বেশ কয়েকজন নামি দামি ব্যক্তিকে ট্যাগ করেছে যার মধ্যে আছেন সয়ং বিদেশ মন্ত্রী Dr. Jaishankar এবং India Exim Bank।
- আরও পড়ুন - ফ্রী তে কোথায় মুভি দেখতে পারেন
উগান্ডার এক ব্যাক্তিকে খৈনি খাওয়া শিখিয়ে দিলেন এক ভারতীয় যুবক দেখুন সেই ভিডিও।
ভিডিও - ফেসবুক
ভিডিও ক্রিয়েটর - শুভংকর মিশ্র
এই পোস্টটি ঘিরে ঝড়ের গতিতে কিছু অদ্ভুত কমেন্ট ও আসছে। কেউ বলছে রিলেশনশিপ বিল্ড করছে তো আবার কেউ বলছে বাহ ভাই "চুনা লাগা দিয়া"। বেশ কিছু ভালো মন্তব্য আসছে। সব মিলিয়ে ভারত জিন্দাবাদ।
- আরও পড়ুন - কিভাব অনলাইনের মাধ্যমে ইনকাম করবেন?
মানব জীবনে বন্ধুত্ত্ব করার জন্য অনেক সূত্র থাকে। কিন্তু এই ভারতীয় যুবক অন্য মাত্রায় বন্ধুত্ব করে ফেলেছে। অন্য রকম ট্যালেন্ট। সাবাস আমার দেশবাসী। খৈনির মাধ্যমেও যে অনেকে কিছু ভালো করা যায় তা এই ভারতীয় যুবক উগান্ডায় যুবককে খৈনি খাওয়া শিখিয়ে প্রমান করে দিলেন।